ই-কমার্স কীসের উপর ভিত্তি করে কাজ করে?
- ক. ফাইল শেয়ারিং
- খ. ডিজিটাল পেমেন্ট
- গ. টেলিকমিউনিকেশন
- ঘ. ম্যানুয়াল লেনদেন
অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে কী করা যায়?
- ক. অর্থ জমা
- খ. বিল পরিশোধ
- গ. অর্থ স্থানান্তর
- ঘ. উপরের সবগুলো
‘To’ ঘরটি ইমেইলে কী নির্দেশ করে?
- ক. যাকে ইমেইল পাঠানো হচ্ছে
- খ. ইমেইলের বিষয়
- গ. ইমেইলের ফাইল সংযুক্তি
- ঘ. ইমেইলের খসড়া
স্প্যাম ফোল্ডারে সাধারণত কী পাওয়া যায়?
- ক. গুরুত্বপূর্ণ ইমেইল
- খ. অপ্রয়োজনীয় ইমেইল
- গ. ফাইল সংযুক্তি
- ঘ. পাঠানো ইমেইল
অনলাইন শপিং এর মাধ্যমে পণ্য গ্রহণ কীভাবে নিশ্চিত করা হয়?
- ক. সরাসরি বিক্রেতার মাধ্যমে
- খ. ক্যাশ অন ডেলিভারি
- গ. ডেলিভারি ট্র্যাকিং
- ঘ. ব্যাংক লেনদেন
‘Subject’ ঘরটি ইমেইলে কী নির্দেশ করে?
- ক. ইমেইল প্রাপকের নাম
- খ. ইমেইলের বিষয়বস্তু
- গ. ফাইল সংযুক্তি
- ঘ. মেইল বাক্স
ই-কমার্সের প্রধান সুবিধা কী?
- ক. দ্রুত পণ্য সরবরাহ
- খ. সময় ও খরচ বাঁচানো
- গ. ক্রেতা-বিক্রেতার সরাসরি যোগাযোগ
- ঘ. অর্থের নিরাপত্তা
ইমেইলের খসড়া অংশ কোথায় সংরক্ষণ করা হয়?
- ক. ইনবক্স
- খ. ড্রাফট ফোল্ডার
- গ. স্প্যাম ফোল্ডার
- ঘ. সেন্ট ফোল্ডার
ই-বাণিজ্য পরিচালনার জন্য কোনটি আবশ্যক?
- ক. ইন্টারনেট সংযোগ
- খ. পণ্যের স্টক
- গ. ডিজিটাল পেমেন্ট সিস্টেম
- ঘ. গুদাম ঘর
ইমেইল পাঠানোর জন্য কোন বোতামে ক্লিক করতে হয়?
- ক. ডিলিট
- খ. ড্রাফট
- গ. স্প্যাম
- ঘ. সেন্ড
- অনলাইন লেনদেনের একটি উদাহরণ কী?
- ক. ম্যানুয়াল ব্যাংকিং
- খ. মোবাইল ব্যাংকিং
- গ. বিকাশ বা রকেট
- ঘ. ইন-স্টোর পেমেন্ট
- “BCC” এর পূর্ণরূপ কী?
- ক. Blind Carbon Copy
- খ. Blind Carbon Copy
- গ. Base Computer Code
- ঘ. Banking Communication Code
- অনলাইন সেবা প্রদানের সময় কোনটি গুরুত্বপূর্ণ?
- ক. তথ্যের গোপনীয়তা
- খ. সময় সাশ্রয়
- গ. সহজ ব্যবহার
- ঘ. উপরের সবগুলো
- স্প্যাম ইমেইল কোথায় জমা হয়?
- ক. ইনবক্স
- খ. ড্রাফট
- গ. স্প্যাম ফোল্ডার
- ঘ. সেন্ড ফোল্ডার
- ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান সুবিধা কী?
- ক. অনলাইন লেনদেন
- খ. দ্রুত লেনদেন প্রক্রিয়া
- গ. ম্যানুয়াল প্রসেস
- ঘ. সরাসরি যোগাযোগ
- ই-কমার্সের জন্য কোনটি প্রয়োজনীয়?
- ক. বড় গুদামঘর
- খ. ফিজিক্যাল দোকান
- গ. ইন্টারনেট সংযোগ
- ঘ. সার্ভার রুম
- অনলাইনে পেমেন্ট করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
- ক. মোবাইল ব্যাংকিং
- খ. ক্রেডিট কার্ড
- গ. ডেবিট কার্ড
- ঘ. উপরের সবগুলো
- ইমেইলের মাধ্যমে কী শেয়ার করা সম্ভব?
- ক. ছবি
- খ. ভিডিও
- গ. ডকুমেন্ট
- ঘ. উপরের সবগুলো
- ‘CC’ এর অর্থ কী?
- ক. Central Communication
- খ. Copy Communication
- গ. Carbon Copy
- ঘ. Channel Copy
- ইন্টারনেটের মাধ্যমে টাকার লেনদেনকে কী বলে?
- ক. মোবাইল ব্যাংকিং
- খ. ক্যাশ অন ডেলিভারি
- গ. ডিজিটাল পেমেন্ট
- ঘ. স্প্যাম মেইল
- স্প্যাম মেইল কী?
- ক. ব্যক্তিগত মেইল
- খ. অপ্রয়োজনীয় মেইল
- গ. অফিসিয়াল মেইল
- ঘ. পাসওয়ার্ড প্রোটেক্টেড মেইল
- ই-কমার্সে "ক্যাশ অন ডেলিভারি" কী নির্দেশ করে?
- ক. পণ্য পাওয়ার পরে অর্থ প্রদান
- খ. আগে থেকে অর্থ প্রদান
- গ. চেকের মাধ্যমে লেনদেন
- ঘ. পণ্য ডেলিভারির সময় অর্থ প্রদান
- অনলাইন পেমেন্ট ব্যবস্থার অন্যতম চ্যালেঞ্জ কী?
- ক. সময় সাশ্রয়
- খ. সহজ ব্যবহার
- গ. নিরাপত্তা ঝুঁকি
- ঘ. দ্রুত প্রসেস
- ইমেইল প্রাপকের ঠিকানা কোথায় লেখা হয়?
- ক. To ঘরে
- খ. CC ঘরে
- গ. BCC ঘরে
- ঘ. Draft ঘরে
- অনলাইন ব্যাংকিংয়ে কোনটি গুরুত্বপূর্ণ?
- ক. সিকিউরিটি সিস্টেম
- খ. সহজ ইউজার ইন্টারফেস
- গ. দ্রুত লেনদেন
- ঘ. উপরের সবগুলো
- ‘Draft’ ফোল্ডারে কী থাকে?
- ক. স্প্যাম ইমেইল
- খ. অসমাপ্ত ইমেইল
- গ. পাঠানো ইমেইল
- ঘ. প্রাপ্ত ইমেইল
- ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনা-বেচা কী নামে পরিচিত?
- ক. ই-কমার্স
- খ. ই-মেইল
- গ. ই-ব্যাংকিং
- ঘ. ই-লানিং
- ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় কোনটি ব্যবহৃত হয় না?
- ক. মোবাইল ব্যাংকিং
- খ. ক্রেডিট কার্ড
- গ. নগদ অর্থ প্রদান
- ঘ. ডেবিট কার্ড
- ইমেইলের মাধ্যমে ফাইল সংযুক্তি করতে কোন অপশনটি ব্যবহৃত হয়?
- ক. To
- খ. CC
- গ. Attachment
- ঘ. BCC
- ইন্টারনেট সেবার মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান কী নামে পরিচিত?
- ক. ই-মেইল
- খ. ডিজিটাল যোগাযোগ
- গ. ম্যানুয়াল যোগাযোগ
- ঘ. অফলাইন সেবা
- মোবাইল ব্যাংকিং এর একটি উদাহরণ কী?
- ক. বিকাশ
- খ. অনলাইন শপিং
- গ. ই-কমার্স
- ঘ. ম্যানুয়াল লেনদেন
- ই-কমার্সের মাধ্যমে পণ্য কেনার সুবিধা কী?
- ক. সময় সাশ্রয়
- খ. পণ্য হাতে পাওয়া
- গ. সহজ লেনদেন
- ঘ. উপরের সবগুলো
- ই-কমার্স ব্যবহারের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কী?
- ক. পণ্য সরবরাহ
- খ. দাম নির্ধারণ
- গ. সাইবার নিরাপত্তা
- ঘ. কাস্টমার সার্ভিস
- ইমেইল সার্ভিসের জন্য কোনটি ব্যবহৃত হয়?
- ক. জিমেইল
- খ. ইয়াহু মেইল
- গ. আউটলুক
- ঘ. উপরের সবগুলো
- ‘Inbox’ এ কী জমা হয়?
- ক. পাঠানো ইমেইল
- খ. প্রাপ্ত ইমেইল
- গ. ডিলিট করা ইমেইল
- ঘ. ড্রাফট ইমেইল
- ইমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিরাপদ রাখার জন্য কী করা উচিত?
- ক. সাধারণ পাসওয়ার্ড ব্যবহার
- খ. বারবার পাসওয়ার্ড পরিবর্তন
- গ. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার
- ঘ. অন্যকে পাসওয়ার্ড জানানো
- অনলাইনে পণ্য কেনার জন্য কোনটি আবশ্যক?
- ক. মোবাইল ফোন
- খ. ইন্টারনেট সংযোগ
- গ. পেমেন্ট মেথড
- ঘ. উপরের সবগুলো
- ইমেইল ফোল্ডারের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ?
- ক. স্প্যাম
- খ. ড্রাফট
- গ. ইনবক্স
- ঘ. উপরের সবগুলো
- ইমেইলে 'BCC' ব্যবহার করা হয় কেন?
- ক. প্রাপকের ঠিকানা গোপন রাখতে
- খ. একাধিক প্রাপকের কাছে পাঠাতে
- গ. সিক্রেট মেসেজ পাঠাতে
- ঘ. ক এবং খ উভয়ই
- ডিজিটাল প্রযুক্তির প্রধান সুবিধা কী?
- ক. দ্রুত সেবা প্রদান
- খ. তথ্য সংরক্ষণ
- গ. সহজ লেনদেন
- ঘ. উপরের সবগুলো