আগ্নেয়শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন?
উত্তর: পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল আগ্নেয় শিলা। উত্তপ্ত গলিত ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে সৃষ্টি হয়েছিল আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার চূর্ণ-বিচূর্ণ থেকে পাললিক ও উচ্চ চাপ এবং তাপে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা সৃষ্টি হয়। যেহেতু আগ্নেয় শিলা সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল তাই আগ্নেয় শিলাকে আদি শিলা বা প্রাথমিক শিলা বলা হয়।
১। ভূত্বকের কত শতাংশ আগ্নেয় শিলা?
উত্তর: ভূত্বকের প্রায় ৬৫% অংশ আগ্নেয় শিলা।
২। ভূত্বকের মূল উপাদান কী কী?
উত্তর: সিলিকা, অ্যালুমিনা, লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, এবং ম্যাগনেশিয়াম।
৩। ভূত্বকে কত প্রকার খনিজ পাওয়া যায়?
উত্তর: ভূত্বকে তিন প্রকার খনিজ পাওয়া যায়:
ক. ধাতব খনিজ
খ. অধাতব খনিজ
গ. জ্বালানি খনিজ
৪। জ্বালানি খনিজ কোনগুলো?
উত্তর: কয়লা, পেট্রোলিয়াম, এবং প্রাকৃতিক গ্যাস।
৫। বেশিরভাগ ক্ষেত্রেই ধাতু সংগ্রহে আকরিককে কী করা হয়?
উত্তর: আকরিককে উত্তপ্ত করে গলিয়ে ধাতু আলাদা করা হয়।
৬। মানবদেহে প্রধান শক্তি উৎপাদক পদার্থ কোনটি?
উত্তর: কার্বোহাইড্রেট।
৭। মানুষের শরীরে কত ধরনের মাংসপেশি রয়েছে?
উত্তর: মানুষের শরীরে তিন ধরনের মাংসপেশি রয়েছে:
ক. মসৃণ মাংসপেশি
খ. কঙ্কাল মাংসপেশি
গ. হৃদপিণ্ডের মাংসপেশি
৮। আমাদের গ্যালাক্সির নাম কী?
উত্তর: মিল্কিওয়ে।
৯। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে?
উত্তর: প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড।
১০। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি কত দূরে অবস্থিত?
উত্তর: প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরে।