মানব দেহের কঙ্কালতন্ত্রের প্রধান কাজ কী?
- ক. রক্ত তৈরি করা
- খ. দেহকে কাঠামো প্রদান করা
- গ. খাদ্য হজম করা
- ঘ. শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ
কঙ্কাল ও মাংসপেশি একসঙ্গে কোন কাজটি করে?
- ক. খাদ্য সঞ্চালন
- খ. রক্তচাপ নিয়ন্ত্রণ
- গ. দেহের চলাচল নিশ্চিত করা
- ঘ. স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ
মানবদেহে কয়টি হাড় রয়েছে?
- ক. ২০০
- খ. ২০৬
- গ. ২১২
- ঘ. ১৮০
তরুণাস্থির (Cartilage) কাজ কী?
- ক. মাংসপেশি তৈরি করা
- খ. হাড়ের নমনীয়তা নিশ্চিত করা
- গ. হাড় সংযুক্ত রাখা ও চলাচল সহজ করা
- ঘ. রক্ত তৈরি করা
কঙ্কালতন্ত্রে "Periosteum" কী?
- ক. হাড়ের বাইরের আবরণ
- খ. মাংসপেশির সংযোগস্থল
- গ. হাড়ের খনিজ অংশ
- ঘ. তরুণাস্থি
কোন অঙ্গটি রক্ত তৈরি করতে সাহায্য করে?
- ক. পাকস্থলী
- খ. মস্তিষ্ক
- গ. অস্থিমজ্জা (Bone marrow)
- ঘ. যকৃৎ
পাকস্থলীতে কোন রস খাদ্য হজমে সাহায্য করে?
- ক. লালা
- খ. গ্যাস্ট্রিক রস
- গ. অগ্ন্যাশয়ের রস
- ঘ. পিত্তরস
মুখগহ্বরে কোন এনজাইম শর্করা হজম শুরু করে?
- ক. লাইপেজ
- খ. অ্যামাইলেজ
- গ. পেপসিন
- ঘ. ট্রিপসিন
হাড় ও মাংসপেশির সংযোগকারী টিস্যুকে কী বলে?
- ক. টেন্ডন (Tendon)
- খ. তরুণাস্থি
- গ. স্নায়ু
- ঘ. লিগামেন্ট
তরুণাস্থির প্রধান কাজ কী?
- ক. শক্তি প্রদান
- খ. রক্ত সঞ্চালন
- গ. হাড় সংযুক্ত রাখা ও চলাচল সহজ করা
- ঘ. প্রোটিন সরবরাহ
- পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত রসের নাম কী?
- ক. অ্যামাইলেজ
- খ. লালা
- গ. গ্যাস্ট্রিক রস
- ঘ. অগ্ন্যাশয় রস
- পাকস্থলীর কাজ কী?
- ক. রক্তচাপ নিয়ন্ত্রণ
- খ. খাদ্য হজম
- গ. অক্সিজেন সরবরাহ
- ঘ. দেহকে শক্তি প্রদান
- মানব শরীরে কোনটিকে কঙ্কালের বাইরের কাঠামো বলা হয়?
- ক. লিগামেন্ট
- খ. বসহঃকঙ্কাল (Exoskeleton)
- গ. অভ্যন্তরীণ অঙ্গ
- ঘ. তরুণাস্থি
- কোন তন্তু হাড়ের সাথে মাংসপেশি সংযুক্ত করে?
- ক. লিগামেন্ট
- খ. টেন্ডন
- গ. কার্টিলেজ
- ঘ. অ্যামাইলেজ
- কঙ্কালতন্ত্র কীভাবে দেহকে সাহায্য করে?
- ক. দেহকে নমনীয় করে
- খ. শক্তি সংরক্ষণ করে
- গ. দেহকে কাঠামো ও সুরক্ষা প্রদান করে
- ঘ. হজমে সাহায্য করে
- তরুণাস্থি বেশি পরিমাণে পাওয়া যায় কোন সময়ে?
- ক. শৈশবে
- খ. শিশু জন্মের সময়
- গ. প্রাপ্তবয়স্ক অবস্থায়
- ঘ. বৃদ্ধ বয়সে
- হাড়ের যে অংশটি দেহের অভ্যন্তরীণ অঙ্গ রক্ষা করে সেটি কী?
- ক. অস্থিমজ্জা
- খ. কঙ্কালতন্ত্র
- গ. লিগামেন্ট
- ঘ. মাংসপেশি
- পাকস্থলীতে খাদ্য কতক্ষণ ধরে থাকে?
- ক. ২ ঘন্টা
- খ. ৩ ঘন্টা
- গ. ৪ ঘন্টা
- ঘ. ৫ ঘন্টা
- কোনটি কঙ্কালের প্রধান উপাদান?
- ক. প্রোটিন
- খ. ক্যালসিয়াম
- গ. ফসফরাস
- ঘ. ভিটামিন
- লালাগ্রন্থি কোথায় অবস্থিত?
- ক. পাকস্থলীতে
- খ. কণ্ঠনালীতে
- গ. মুখগহ্বরে
- ঘ. অগ্ন্যাশয়ে
- পাকস্থলীর প্রধান কার্যক্ষম এনজাইম কোনটি?
- ক. ট্রিপসিন
- খ. পেপসিন
- গ. লাইপেজ
- ঘ. অ্যামাইলেজ
- মানবদেহে "ফেমার" কোন অংশের হাড়?
- ক. বাহু
- খ. কবজি
- গ. উরু
- ঘ. মেরুদণ্ড
- মানবদেহে কঙ্কালের সংখ্যা কত?
- ক. ১৯৮
- খ. ২০৬
- গ. ২১২
- ঘ. ১৮০
- পাকস্থলীর যে রস খাদ্য হজমে সাহায্য করে সেটি কী?
- ক. বাইল
- খ. প্যানক্রিয়েটিক রস
- গ. গ্যাস্ট্রিক রস
- ঘ. অ্যামাইনো এসিড
- কোনটি একটি অ্যামাইনো অ্যাসিড সংশ্লিষ্ট এনজাইম?
- ক. লাইপেজ
- খ. পেপসিন
- গ. অ্যামাইলেজ
- ঘ. কার্বোহাইড্রেজ
- মেরুদণ্ডের মধ্যে কতটি হাড় থাকে?
- ক. ২২
- খ. ২৫
- গ. ৩৩
- ঘ. ৩৬
- তরুণাস্থি কোনটি নির্মাণে সাহায্য করে?
- ক. স্নায়ু
- খ. হাড়ের সংযোগস্থল
- গ. রক্ত সঞ্চালন
- ঘ. শিরা
- কঙ্কালতন্ত্রের অভ্যন্তরীণ অঙ্গ রক্ষাকারী অংশকে কী বলে?
- ক. অতিঃকঙ্কাল (Endoskeleton)
- খ. লিগামেন্ট
- গ. কার্টিলেজ
- ঘ. বসহঃকঙ্কাল
- পাকস্থলীতে খাদ্য হজমে কোন পদার্থ বেশি কার্যকর?
- ক. প্রোটিন
- খ. অ্যামাইলেজ
- গ. গ্যাস্ট্রিক অ্যাসিড
- ঘ. ক্যালসিয়াম
- লালা কোথা থেকে নিঃসৃত হয়?
- ক. পাকস্থলী
- খ. লালাগ্রন্থি
- গ. যকৃত
- ঘ. অগ্ন্যাশয়
- পাকস্থলীর গ্যাসট্রিক রসে কোন উপাদান থাকে?
- ক. কার্বোহাইড্রেট
- খ. ফ্যাট
- গ. হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)
- ঘ. শর্করা
- হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কোন মাংসপেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়?
- ক. কঙ্কাল মাংসপেশি
- খ. হৃদ মাংসপেশি (Cardiac muscle)
- গ. মসৃণ মাংসপেশি
- ঘ. লালাগ্রন্থি
- পাকস্থলীর রস শর্করা ভেঙে কোনটি তৈরি করে?
- ক. ফ্যাট
- খ. গ্লুকোজ
- গ. অ্যামাইনো অ্যাসিড
- ঘ. প্রোটিন
- মানবদেহে সবচেয়ে শক্তিশালী হাড় কোনটি?
- ক. ফিবুলা
- খ. ফেমার (উরুর হাড়)
- গ. টিবিয়া
- ঘ. হিউমেরাস
- পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত যে রসটি প্রোটিন হজমে সাহায্য করে সেটি কী?
- ক. পেপসিন
- খ. লাইপেজ
- গ. অ্যামাইলেজ
- ঘ. গ্লুকোজ
- লিভার (যকৃত) থেকে নিঃসৃত রসের নাম কী?
- ক. পিত্তরস (Bile)
- খ. লালা
- গ. গ্যাস্ট্রিক রস
- ঘ. লাইপেজ
- মাংসপেশি ও হাড়ের সংযোগস্থল কোনটি?
- ক. লিগামেন্ট
- খ. টেন্ডন
- গ. কঙ্কাল
- ঘ. স্নায়ু
- মানুষের শরীরে কত ধরনের মাংসপেশি রয়েছে?
- ক. ২
- খ. ৩
- গ. ৪
- ঘ. ৫
- পাকস্থলীর রস চর্বি ভেঙে কোনটি তৈরি করে?
- ক. গ্লুকোজ
- খ. ফ্যাটি অ্যাসিড
- গ. অ্যামাইনো অ্যাসিড
- ঘ. প্রোটিন
- মানবদেহে প্রধান শক্তি উৎপাদক পদার্থ কোনটি?
- ক. প্রোটিন
- খ. শর্করা (Carbohydrate)
- গ. চর্বি
- ঘ. ভিটামিন