বিজ্ঞান-ষষ্ঠ-MCQ

  1. কোন উপাদান জীবনের শক্তির প্রধান উৎস?
    a) অক্সিজেন
    b) সূর্যের আলো
    c) কার্বন
    d) নাইট্রোজেন
    Ans: b)

  2. স্বভোজী জীব কোনটি?
    a) ব্যাকটেরিয়া
    b) সায়ানোব্যাকটেরিয়া
    c) বাঘ
    d) মুরগি
    Ans: b)

  3. কোন প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শক্তি তৈরি করে?
    a) শ্বসন
    b) সালোকসংশ্লেষণ
    c) রাসায়নিক বিক্রিয়া
    d) উত্তাপন
    Ans: b)

  4. কোন উপাদান ছাড়া সালোকসংশ্লেষণ সম্ভব নয়?
    a) নাইট্রোজেন
    b) কার্বন ডাই অক্সাইড
    c) সোডিয়াম
    d) আয়রন
    Ans: b)

  5. পরভোজী জীবের উদাহরণ কোনটি?
    a) সায়ানোব্যাকটেরিয়া
    b) সবুজ শৈবাল
    c) গরু
    d) ক্লোরোফিল
    Ans: c)

  6. কোন ধরনের জীব রাসায়নিক পদার্থ থেকে শক্তি সংগ্রহ করে?
    a) ফটোট্রপিক
    b) কেমোট্রপিক
    c) ক্লোরোফিলধারী
    d) আলোকশোষিত
    Ans: b)

  7. ফটোট্রপিক জীবের উদাহরণ কোনটি?
    a) ব্যাকটেরিয়া
    b) গরু
    c) সবুজ শৈবাল
    d) ছত্রাক
    Ans: c)

  8. নিচের কোনটি পরভোজী জীব নয়?
    a) মানুষ
    b) ব্যাঙ
    c) সায়ানোব্যাকটেরিয়া
    d) বাঘ
    Ans: c)

  9. কোন জীব সরাসরি সূর্যের আলো ব্যবহার করতে পারে না?
    a) সবুজ উদ্ভিদ
    b) ছত্রাক
    c) সায়ানোব্যাকটেরিয়া
    d) সবুজ শৈবাল
    Ans: b)

  10. জীব কীভাবে খাদ্য সংগ্রহ করে তার ওপর ভিত্তি করে জীবের শ্রেণিবিভাগ কয়টি?
    a) ৩
    b) ২
    c) ৪
    d) ৫
    Ans: b)

  11. কোনটি জীবনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান নয়?
    a) নাইট্রোজেন
    b) কার্বন
    c) সিলিকন
    d) ফসফরাস
    Ans: c)

  12. ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য কোনটি অপরিহার্য?
    a) ম্যাগনেসিয়াম
    b) নাইট্রোজেন
    c) আলোকশক্তি
    d) সোডিয়াম
    Ans: c)

  13. কেমোট্রপিক জীবের শক্তির উৎস কী?
    a) রাসায়নিক পদার্থ
    b) সূর্যের আলো
    c) জৈব অণু
    d) ক্লোরোফিল
    Ans: a)

  14. নিম্নলিখিত কোনটি জীবনের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়?
    a) কার্বন ডাই অক্সাইড
    b) খনিজ লবণ
    c) কার্বোহাইড্রেট
    d) আলো
    Ans: b)

  15. সালোকসংশ্লেষণ কোন ধরনের প্রক্রিয়া?
    a) রাসায়নিক
    b) শারীরিক
    c) জৈব
    d) আলোক
    Ans: d)

  16. কোন প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়?
    a) শ্বসন
    b) সালোকসংশ্লেষণ
    c) বিপাক
    d) রাসায়নিক বিক্রিয়া
    Ans: b)

  17. সবুজ শৈবাল কোন ধরনের জীব?
    a) কেমোট্রপিক
    b) পরভোজী
    c) স্বভোজী
    d) পরজীবী
    Ans: c)

  18. নিচের কোন উপাদান শক্তি উৎপাদনে কাজ করে?
    a) আয়রন
    b) ম্যাগনেসিয়াম
    c) কার্বোহাইড্রেট
    d) সোডিয়াম
    Ans: c)

  19. মানুষ কী ধরনের জীব?
    a) স্বভোজী
    b) ফটোট্রপিক
    c) কেমোট্রপিক
    d) আলোকশোষিত
    Ans: c)

  20. শক্তির প্রধান উৎস হিসেবে কী কাজ করে?
    a) রাসায়নিক বিক্রিয়া
    b) সূর্যের আলো
    c) জীবাশ্ম জ্বালানি
    d) অক্সিজেন
    Ans: b)

  21. স্বর্ণলতায় কী অনুপস্থিত থাকে?
    a) ক্লোরোপ্লাস্ট
    b) ক্লোরোফিল
    c) পত্ররন্ধ্র
    d) ফ্লোয়েম
    Ans: b)

  22. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন গ্যাস তৈরি হয়?
    a) কার্বন ডাই অক্সাইড
    b) নাইট্রোজেন
    c) অক্সিজেন
    d) হাইড্রোজেন
    Ans: c)

  23. সালোকসংশ্লেষণ কোথায় ঘটে?
    a) শিকড়ে
    b) কাণ্ডে
    c) পাতায়
    d) বীজে
    Ans: c)

  24. কোনটি খাদ্য সঞ্চয়ের জন্য উদ্ভিদের মূল ব্যবহার করে?
    a) আলু
    b) গাজর
    c) আদা
    d) আখ
    Ans: b)

  25. আলু কোন অংশে খাদ্য সঞ্চয় করে?
    a) মূল
    b) কাণ্ড
    c) বীজ
    d) পাতা
    Ans: b)

  26. পতঙ্গভুক উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?
    a) সালোকসংশ্লেষণ
    b) পতঙ্গ হজম করে
    c) মাটি থেকে খনিজ সংগ্রহ করে
    d) শিকড় দিয়ে শোষণ করে
    Ans: b)

  27. উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড কোথা থেকে গ্রহণ করে?
    a) শিকড়
    b) পত্ররন্ধ্র
    c) কাণ্ড
    d) ফুল
    Ans: b)

  28. কোন টিস্যু উদ্ভিদের শর্করা পরিবহন করে?
    a) জাইলেম
    b) ফ্লোয়েম
    c) কোষ প্রাচীর
    d) পাতার কোষ
    Ans: b)

  29. জাইলেম কী পরিবহন করে?
    a) শর্করা
    b) পানি ও খনিজ লবণ
    c) অক্সিজেন
    d) কার্বন ডাই অক্সাইড
    Ans: b)

  30. চা পাতা থেকে আমরা কী গ্রহণ করি?
    a) কাণ্ড
    b) নির্মাস
    c) মূল
    d) বীজ
    Ans: b)

  31. খাদ্য সঞ্চয়ের উদাহরণ কোনটি?
    a) ব্রকলি
    b) মিষ্টি আলু
    c) ফুলকপি
    d) বাঁধাকপি
    Ans: b)

  32. সালোকসংশ্লেষণের জন্য উদ্ভিদের কোন উপাদান প্রয়োজন?
    a) নাইট্রোজেন
    b) ম্যাগনেসিয়াম
    c) সূর্যের আলো
    d) আয়রন
    Ans: c)

  33. ক্লোরোপ্লাস্ট কোন ধরনের অঙ্গাণু?
    a) সালোকসংশ্লেষণের জন্য
    b) পানি শোষণের জন্য
    c) শর্করা সঞ্চয়ের জন্য
    d) খনিজ লবণ পরিবহনের জন্য
    Ans: a)

  34. ব্রকলি উদ্ভিদের কোন অংশ?
    a) ফল
    b) ফুল
    c) মূল
    d) কাণ্ড
    Ans: b)

  35. খাদ্য সঞ্চিত থাকে কোথায়?
    a) পাতায়
    b) কাণ্ডে
    c) শিকড়ে
    d) সবগুলোই
    Ans: d)

  36. পতঙ্গভুক উদ্ভিদ কিসের উপর নির্ভরশীল?
    a) পতঙ্গ
    b) ফল
    c) মাটি
    d) কার্বন ডাই অক্সাইড
    Ans: a)

  37. সালোকসংশ্লেষণের জন্য পানির উৎস কী?
    a) বাতাস
    b) মাটি
    c) পাতার কোষ
    d) বীজ
    Ans: b)

  38. কোন উদ্ভিদ ক্লোরোফিল ছাড়া থাকে?
    a) গাজর
    b) স্বর্ণলতা
    c) মিষ্টি আলু
    d) বাঁধাকপি
    Ans: b)

  39. ফ্লোয়েম টিস্যু কী পরিবহন করে?
    a) শর্করা
    b) খনিজ লবণ
    c) পানি
    d) নাইট্রোজেন
    Ans: a)

  40. উদ্ভিদের কোন অঙ্গ খাদ্য তৈরি করে?
    a) শিকড়
    b) পাতার কোষ
    c) বীজ
    d) ফল
    Ans: b)

    1. পৃথিবীর আহ্নিক গতি কী নির্দেশ করে?
      a) ঋতু পরিবর্তন
      b) দিন-রাতের পরিবর্তন
      c) অমাবস্যা-পূর্ণিমা
      d) বছরের দৈর্ঘ্য
      Ans: b)

    2. পৃথিবী তার অক্ষের উপর কত ডিগ্রি কোণে হেলে আছে?
      a) 15°
      b) 23.5°
      c) 30°
      d) 45°
      Ans: b)

    3. পৃথিবী সূর্যের চারপাশে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে কত সময় নেয়?
      a) 24 ঘন্টা
      b) 365 দিন
      c) 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 47 সেকেন্ড
      d) 366 দিন
      Ans: c)

    4. কোনটি লিপ ইয়ার হিসেবে গণ্য হয়?
      a) যে কোনো বছর
      b) চার দিয়ে বিভাজ্য বছর
      c) পাঁচ দিয়ে বিভাজ্য বছর
      d) দুই দিয়ে বিভাজ্য বছর
      Ans: b)

    5. পৃথিবীর কক্ষপথকে যদি একটি সমতল ধরা হয় তবে পৃথিবীর অক্ষের সাথে সেটি কত কোণ তৈরি করে?
      a) 15°
      b) 23.5°
      c) 30°
      d) 90°
      Ans: b)

    6. পৃথিবী ঘূর্ণনের দিক কী?
      a) পূর্ব থেকে পশ্চিম
      b) উত্তর থেকে দক্ষিণ
      c) দক্ষিণ থেকে উত্তর
      d) পশ্চিম থেকে পূর্ব
      Ans: d)

    7. দিনের দৈর্ঘ্য কোথায় সবচেয়ে বেশি হয়?
      a) নিরক্ষরেখায়
      b) মেরু অঞ্চলে
      c) নির্দিষ্ট ঋতুতে নিরক্ষরেখার কাছে
      d) কোনো স্থানে না
      Ans: b)

    8. পৃথিবীতে দিন ও রাতের চক্রের দৈর্ঘ্য কত?
      a) 10 ঘণ্টা
      b) 12 ঘণ্টা
      c) 24 ঘণ্টা
      d) 48 ঘণ্টা
      Ans: c)

    9. বছরের ঋতু পরিবর্তনের প্রধান কারণ কী?
      a) সূর্যের অবস্থান
      b) পৃথিবীর আহ্নিক গতি
      c) পৃথিবীর ২৩.৫° কাত
      d) চাঁদের প্রভাব
      Ans: c)

    10. লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে কত দিন থাকে?
      a) 28
      b) 29
      c) 30
      d) 31
      Ans: b)

    11. সূর্যের আলো যেখানে সবচেয়ে খাড়া পড়ে, সেখানে কী হয়?
      a) কম তাপ
      b) বেশি তাপ
      c) বাতাসের চাপ বেশি হয়
      d) কম বৃষ্টিপাত হয়
      Ans: b)

    12. সূর্যের চতুর্দিকে পৃথিবীর পূর্ণ আবর্তনের সময়কাল কী বলে?
      a) আহ্নিক গতি
      b) বার্ষিক গতি
      c) লিপ ইয়ার
      d) পূর্ণিমা
      Ans: b)

    13. পৃথিবীর দিন ও রাত সমান থাকে কখন?
      a) গ্রীষ্মে
      b) শীতকালে
      c) বসন্ত ও শরৎ বিষুব দিনে
      d) বর্ষায়
      Ans: c)

    14. উত্তর মেরুতে কত দিন ধরে একটানা দিন থাকতে পারে?
      a) 1 দিন
      b) 6 মাস
      c) 3 মাস
      d) 1 বছর
      Ans: b)

    15. পৃথিবী যদি খাড়া হয়ে ঘুরত তাহলে দিন ও রাতের দৈর্ঘ্য কীভাবে থাকত?
      a) সব জায়গায় সমান
      b) সব জায়গায় ভিন্ন
      c) নিরক্ষরেখায় বেশি
      d) মেরু অঞ্চলে কম
      Ans: a)

    16. পৃথিবী সূর্যের চারপাশে কত দিন পরে একবার ঘুরে আসে?
      a) 365 দিন
      b) 364 দিন
      c) 366 দিন
      d) 365.25 দিন
      Ans: d)

    17. পৃথিবীতে ঋতু পরিবর্তনের প্রধান কারণ কী?
      a) পৃথিবীর আকৃতি
      b) চাঁদের প্রভাব
      c) পৃথিবীর বার্ষিক গতি
      d) পৃথিবীর ২৩.৫° কাত
      Ans: d)

    18. দিন ছোট এবং রাত বড় হয় কখন?
      a) গ্রীষ্মে
      b) বসন্তে
      c) শীতে
      d) শরতে
      Ans: c)

    19. চাঁদ কাকে কেন্দ্র করে ঘোরে?
      a) সূর্য
      b) পৃথিবী
      c) মঙ্গল
      d) নিজের অক্ষ
      Ans: b)

    20. পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন সময়কাল কী?
      a) 12 ঘণ্টা
      b) 24 ঘণ্টা
      c) 48 ঘণ্টা
      d) 36 ঘণ্টা
      Ans: b

      1. কোনটি অণুজীবের ক্ষতিকর প্রভাব?
        a) পোলিওর টিকা তৈরি
        b) পাটের বৃদ্ধি সহায়তা
        c) রোগ সৃষ্টি
        d) অ্যান্টিবায়োটিক উৎপাদন
        Ans: c)

      2. পোলিও রোগে আক্রান্ত হলে কোন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়?
        a) শ্বাসযন্ত্র
        b) স্নায়ুতন্ত্র
        c) রক্তসংবহনতন্ত্র
        d) হজমতন্ত্র
        Ans: b)

      3. দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়া আমাদের জন্য কী?
        a) ক্ষতিকর
        b) উপকারী
        c) রোগ সৃষ্টিকারী
        d) বিপজ্জনক
        Ans: b)

      4. অ্যান্টিবায়োটিকের উৎস কী?
        a) ব্যাকটেরিয়া
        b) ছত্রাক
        c) ভাইরাস
        d) প্রোটোজোয়া
        Ans: b)

      5. খাদ্যচক্রে উদ্ভিদের ভূমিকা কী?
        a) প্রাথমিক উৎপাদক
        b) ভোক্তা
        c) পচনকারী
        d) শিকারি
        Ans: a)

      6. কোন ধরনের অণুজীব উদ্ভিদকে পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণে সাহায্য করে?
        a) ব্যাকটেরিয়া
        b) ভাইরাস
        c) প্রোটোজোয়া
        d) ছত্রাক
        Ans: a)

      7. পাটের বৃদ্ধি ও টিকে থাকার জন্য কোনটি সহায়তা করে?
        a) ছত্রাক
        b) ব্যাকটেরিয়া
        c) প্রাণী
        d) অণুজীব
        Ans: d)

      8. খাদ্যচক্রের শীর্ষে কোন জীব অবস্থান করে?
        a) উদ্ভিদ
        b) প্রাণী
        c) মানুষ
        d) অণুজীব
        Ans: c)

      9. খাদ্যচক্রে অণুজীবের ভূমিকা কী?
        a) শিকারি
        b) পচনকারী
        c) উৎপাদক
        d) ভোক্তা
        Ans: b)

      10. অণুজীব প্রাণী ও উদ্ভিদের মৃত্যুর পর কী কাজ করে?
        a) শক্তি সঞ্চয়
        b) পচন ঘটায়
        c) রোগ সৃষ্টি
        d) খাদ্য তৈরি
        Ans: b)

      11. ভাইরাস ব্যবহার করে কোনটি তৈরি করা হয়?
        a) অ্যান্টিবায়োটিক
        b) টিকা
        c) প্রোটিন
        d) শর্করা
        Ans: b)

      12. খাদ্যচক্রে উদ্ভিদ কীভাবে শক্তি সরবরাহ করে?
        a) নাইট্রোজেন উৎপাদনের মাধ্যমে
        b) সূর্যের আলোর শক্তি শোষণ করে
        c) শিকার করে
        d) মৃত প্রাণী খেয়ে
        Ans: b)

      13. অণুজীব উদ্ভিদের সঙ্গে কীভাবে সম্পর্কিত?
        a) পুষ্টি শোষণ করে
        b) বৃদ্ধি ও টিকে থাকার জন্য সহায়তা করে
        c) গাছ ধ্বংস করে
        d) সূর্যের শক্তি ব্যবহার করে
        Ans: b)

      14. কোন উপাদান খাদ্যচক্রে পচনকারীদের মাধ্যমে পুনরায় প্রকৃতিতে ফিরে আসে?
        a) অক্সিজেন
        b) নাইট্রোজেন
        c) শর্করা
        d) পানি
        Ans: b)

      15. টিকা তৈরি করার জন্য কোন ধরনের জীব ব্যবহার করা হয়?
        a) ব্যাকটেরিয়া
        b) ভাইরাস
        c) ছত্রাক
        d) প্রোটোজোয়া
        Ans: b)

      16. অণুজীব কীভাবে দই তৈরিতে ভূমিকা রাখে?
        a) দই পচিয়ে
        b) দইয়ের স্বাদ বাড়িয়ে
        c) দুধে ব্যাকটেরিয়া মিশিয়ে
        d) দুধের প্রোটিন শোষণ করে
        Ans: c)

      17. খাদ্যচক্রের মূল বিষয় কী?
        a) শক্তি উৎপাদন
        b) জীব একে অপরের খাদ্য
        c) জীব পুষ্টি গ্রহণ
        d) পরিবেশ পরিষ্কার রাখা
        Ans: b)

      18. মানুষের খাদ্যাভ্যাস খাদ্যচক্রে কীভাবে প্রভাব ফেলে?
        a) খাদ্যচক্রকে স্থিতিশীল রাখে
        b) খাদ্যচক্রকে অস্থিতিশীল করে
        c) শুধুমাত্র উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়
        d) প্রাণী সংখ্যা বাড়ায়
        Ans: b)

      19. কোনটি পুষ্টি চক্রে সরাসরি ভূমিকা রাখে?
        a) ব্যাকটেরিয়া
        b) প্রাণী
        c) সূর্যালোক
        d) সবগুলোই
        Ans: d)

      20. উদ্ভিদের শর্করা কীভাবে অন্যান্য জীবের মধ্যে প্রবাহিত হয়?
        a) অণুজীবের মাধ্যমে
        b) খাদ্য শৃঙ্খলের মাধ্যমে
        c) নাইট্রোজেনের মাধ্যমে
        d) জলবায়ুর মাধ্যমে
        Ans: b)

      21. 1. আলোোর সাতটি রং কোন পরীক্ষার মাধ্যমে প্রথম প্রমাণিত হয়?

        a) গ্যালিলিওর পরীক্ষা
        b) আইনস্টাইনের পরীক্ষা
        c) নিউটনের পরীক্ষা
        d) হাইজেনবার্গের পরীক্ষা

        Answer: c) নিউটনের পরীক্ষা

        2. জবা ফুলকে আমরা লাল দেখি কারণ—

        a) ফুলের সমস্ত রং শোষিত হয়
        b) লাল রং শোষিত হয়
        c) লাল রং প্রতিফলিত হয়
        d) ফুলে কোনো রং নেই

        Answer: c) লাল রং প্রতিফলিত হয়

        3. সবুজ আলোতে লাল জিনিস কেমন দেখা যায়?

        a) সবুজ
        b) লাল
        c) কালো
        d) সাদা

        Answer: c) কালো

        4. কোন রং শোষিত না হলে আমরা সাদা রং দেখতে পাই?

        a) সব রং
        b) কোনো রং শোষিত না হলে
        c) লাল রং
        d) সবুজ রং

        Answer: b) কোনো রং শোষিত না হলে

        5. কোন রঙের কণা শোষিত না হলে আমরা গাছের পাতা সবুজ দেখি?

        a) লাল
        b) সবুজ
        c) নীল
        d) হলুদ

        Answer: b) সবুজ

        6. আলোোর প্রতিসরণ কিসের উপর নির্ভর করে?

        a) বাতাসের চাপ
        b) আলোোর গতি
        c) মাধ্যামের প্রকৃতি এবং কোণ
        d) সূর্যের তাপমাত্রা

        Answer: c) মাধ্যামের প্রকৃতি এবং কোণ

      22. আমরা কেন সবুজ পাতা দেখতে পাই না যখন সেটাকে লাল আলোতে দেখা হয়?

        a) সবুজ আলো শোষিত হয়ে যায়
        b) লাল আলো প্রতিফলিত হয়
        c) লাল আলো শোষিত হয়
        d) কোনো আলো প্রতিফলিত হয় না

        Answer: d) কোনো আলো প্রতিফলিত হয় না

        8. আমাদের চোখে কিভাবে বিভিন্ন রং দেখা যায়?

        a) চোখের মধ্যে সব রং মিশে যায়
        b) রেটিনায় লাল, নীল, সবুজ রঙের সংবেদী কোষ থাকে
        c) সব রং একসঙ্গে প্রতিফলিত হয়
        d) প্রতিসরণের মাধ্যমে

        Answer: b) রেটিনায় লাল, নীল, সবুজ রঙের সংবেদী কোষ থাকে

        9. কাচের ভেতর আলো প্রবেশ করলে তা কীভাবে প্রতিসরণ হয়?

        a) সোজাসুজি চলে যায়
        b) ভিতরের দিকে বেঁকে যায়
        c) বাইরে বেঁকে যায়
        d) আলো প্রতিফলিত হয়

        Answer: b) ভিতরের দিকে বেঁকে যায়

        10. কালো কাপড় রোদে দ্রুত শুকিয়ে যায় কেন?

        a) কালো রং সব রং প্রতিফলিত করে
        b) কালো রং সব রং শোষণ করে
        c) কালো রং কোনো রং শোষণ করে না
        d) কালো রং শুধুমাত্র লাল রং শোষণ করে

        Answer: b) কালো রং সব রং শোষণ করে

        11. কোন রঙের সংমিশ্রণে সাদা রং তৈরি হয়?

        a) লাল, নীল, হলুদ
        b) লাল, সবুজ, নীল
        c) সবুজ, হলুদ, বেগুনি
        d) কমলা, বেগুনি, নীল

        Answer: b) লাল, সবুজ, নীল

        12. যখন আলো এক মাধ্যাম থেকে অন্য মাধ্যামে যায়, তখন কোন প্রক্রিয়া ঘটে?

        a) প্রতিফলন
        b) প্রতিসরণ
        c) শোষণ
        d) সবগুলো

        Answer: d) সবগুলো

        13. সূর্যের আলোকে সাতটি রঙে ভাগ করার উদাহরণ কোনটি?

        a) চাঁদ
        b) সিডি
        c) বই
        d) টেলিভিশন

        Answer: b) সিডি

        14. অতিবেগুনি রশ্মি কোন প্রাণী দেখতে পায়?

        a) মানুষ
        b) পোকারা
        c) পাখিরা
        d) মাছ

        Answer: b) পোকারা

        15. টেলিভিশন রিমোট কন্ট্রোলে কোন ধরনের আলো ব্যবহার করা হয়?

        a) অতিবেগুনি আলো
        b) অবলাল আলো
        c) সবুজ আলো
        d) বেগুনি আলো

        Answer: b) অবলাল আলো

        16. কাচের মাধ্যমে আলো যাওয়ার সময় সেটি কোন নিয়ম মেনে চলে?

        a) সরলরেখায় চলে
        b) বাঁকা হয়ে প্রতিসরণ হয়
        c) প্রতিফলিত হয়
        d) আলোর রং পরিবর্তিত হয়

        Answer: b) বাঁকা হয়ে প্রতিসরণ হয়

 

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.